চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘অ্যাসাঞ্জকে ক্ষমার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প’!

২৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:০৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : জুলিয়ান অ্যাসাঞ্জকে ক্ষমার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ দাবি করেছেন অ্যাসাঞ্জের আইনজীবি। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা কারাবন্দী জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবী এডওয়ার্ড ফিৎজ জেরাল্ড। তিনি বলেন, ট্রাম্পের হয়ে রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস সদস্য ডানা রহরাবাচের এই প্রস্তাবের কথা অ্যাসাঞ্জকে জানান।

শর্ত দেওয়া হয়েছিল, যে, অ্যাসাঞ্জকে বলতে হবে, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ই -মেইল ফাঁসে রাশিয়া সম্পৃক্ত নয়। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশাম এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ডানা রহরাবাচেরকে ভালোভাবে চেনেন না। প্রেসিডেন্ট এই বিষয় বা অন্য বিষয়েও তাঁর সঙ্গে কথা বলেননি। এটি পুরোপুরি মিথ্যা কাহিনি।

এছাড়া গত বুধবার লন্ডনের এক আদালতে চলা শুনানিতে আইনজীবী এডওয়ার্ড ফিৎজ জেরাল্ড বলেন, ২০১৭ সালের আগস্টে লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে গিয়ে অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করেন রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস সদস্য ডানা রহরাবাচের। অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৮টি অভিযোগ। এসব অভিযোগে অ্যাসাঞ্জের ১৭৫ বছরের সাজা হতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট