চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

হিজাব পরে মসজিদে ট্রাম্প কন্যা !

অনলাইন ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৪৭ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প কালো হিজাব পরে মসজিদ পরিদর্শন করেছেন। খালি পায়ে মসজিদ পরিদর্শনের সময় তার পরনে ছিল লম্বা গাউনের মতো আরবের ঐতিহ্যবাহী পোশাক ও মাথায় কালো হিজাব। ৩৮ বছর বয়সী ইভানকা মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হন।

সম্প্রতি নারীর ক্ষমতায়নবিষয়ক গ্লোবাল উইমেন্স ফোরামে যোগ দিতে দুবাই পৌঁছান ইভানকা। পরে তিনি মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর মসজিদ আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ দেখতে যান। ইভানকা নিজে ইহুদি ধর্মাবলম্বী হলেও পুরোদস্তুর মুসলিম নারীর মতোই ঘুরে ঘুরে দেখেছেন মসজিদের নান্দনিক সৌন্দর্য। ছুঁয়ে দেখছেন নকশি দেয়ালগুলোও। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ হলো আধুনিক ইসলামি স্থাপত্য এবং শ্রেষ্ঠ নকশার একটি শিল্পকর্ম। আরবের ২০০ বছরের ইতিহাস-ঐতিহ্য ও শিল্পচর্চার নমুনা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মার্বেল পাথর, সোনা, আধা মূল্যবান পাথর, স্ফটিক ও মৃৎশিল্পের বিভিন্ন উপকরণ ব্যবহার করে। ৩৫১ ফুট উচ্চতা চার কোণে চারটি মিনারে পুষ্পশোভিত নকশা রয়েছে।

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট