চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিলাসবহুল জাহাজে এবার করোনার হানা

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২০ | ৮:০২ অপরাহ্ণ

জাপানে বিলাসবহুল জাহাজ ‘ডায়মন্ড প্রিন্সেসে’ করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এই জাহাজে কয়েকজন ভারতীয় আছেন। তারা সেখানে আটকা পড়েছেন। এক ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানিয়েছেন তারা।

সেই জাহাজের একজন উত্তরবঙ্গের ক্রু সদস্য রয়েছেন। তার নাম বিনয়কুমার সরকার। ওই জাহাজের ১৬০ জন ক্রু সদস্যের মধ্যে অন্যতম শেফ তিনি। বিনয়কুমার জানান, দুই সপ্তাহের জন্য কোয়ারান্টাইন করে রাখা হয়েছে জাহাজটিকে।

এই জাহাজে তিন হাজার ৭০০ জন যাত্রী ও ক্রু রয়েছেন। জাহাজ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। বলেন, ‘জাহাজে সকলেই আতঙ্কে ভুগছেন। তিনি ও তার পাঁচ সহকর্মীর কাউকে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়নি। যেভাবে হোক আমাদের রক্ষা করুন। যত দ্রুত সম্ভব। আমাদের কিছু হয়ে গেলে কী হবে? আমি ভারত সরকারের উদ্দেশ্যে বলতে চাই, মোদিজি, প্লিজ আমাদের পৃথক করে রাখার ব্যবস্থা করুন ও নিরাপদে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।’

গত ২০ জানুয়ারি জাপানের ইওকোহামা থেকে ওই জাহাজ ছেড়েছিল। ২৫ জানুয়ারি হংকং থেকে ওই জাহাজে ওঠেন এক যাত্রী। পরে তার শরীরে মেলে করোনাভাইরাস। সূত্র:এনডিটিভি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট