চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সাক্ষ্য দেওয়া কর্মকর্তাদের বহিষ্কার কঠোর সমালোচনা করলেন পেলোসি

১০ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:১৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের অভিশংসন শুনানিতে সাক্ষ্য দেওয়া কমকর্তাদের বহিষ্কারের কঠোর সমালোচনা করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপ লজ্জাজনক।
তিনি এক বিবৃতিতে আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প চীরদিনের জন্য অভিশংসিত হয়েছেন। পেলোসি বলেন, সাক্ষ্য দেওয়ার কারণে কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে ট্রাম্প প্রকাশ্যে প্রতিশোধ নিয়েছেন। এর ফলে প্রমাণিত হয়েছে তিনি সত্য প্রকাশে ভয় পান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অভিশংসন শুনানিতে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া দুই মার্কিন কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর এ প্রতিক্রিয়া দেখালেন ন্যান্সি পেলোসি।
ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড ও হোয়াইট হাউসের ইউক্রেইন বিষয়ক অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ লেফটেনেন্ট কর্নেল আলেকজান্ডার ভিন্ডম্যান শুক্রবার নিজেদের চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন