চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তেল পড়া আনতে গিয়ে নিহত ২০

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২০ | ৮:১১ অপরাহ্ণ

অলৌকিক তেল পড়া আনতে গিয়ে পদদলিত হয়ে পাঁচ শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ তাঞ্জানিয়ার একটি স্টেডিয়ামে এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন। শনিবার সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় মোশি জেলার মোশি শহরে ঘটনাটি ঘটে।

দেশটির জনপ্রিয় ধর্মপ্রচারক বোনিফেইস ওয়ামপোসার নেতৃত্বে মোশি শহরের একটি গির্জায় প্রার্থনা অনুষ্ঠানে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। এ সময় মর্মান্তিক এই পদদলনের ঘটনা ঘটে। তারা অলৌকিক তেল পড়া স্পর্শ করতে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

ওয়ামপোসা নিজেকে ‘ঈশ্বরের দূত’ হিসেবে দাবি করে মাটিতে পবিত্র তেল ঢেলে দেন। তার গির্জার প্রার্থনা চলার সময় প্রার্থনাকারীদের তার বর্ণিত ‘পবিত্র তেল’ পেলে মানুষের উন্নতি ও রোগমুক্তি হবে বলে প্রতিশ্রুতি দেন, এতে বহু লোক সেখানে জড়ো হলে হুড়োহুড়ি শুরু হয়। সূত্র: খবর আল-জাজিরা

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট