চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দ. কোরিয়ায় করোনায় আক্রান্ত হলে দায়িত্ব নেবে সরকার

২ ফেব্রুয়ারি, ২০২০ | ২:১৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় কোনো বিদেশি নাগরিক করোনা ভাইরাস আক্রান্ত হলে তাদের চিকিৎসাসহ সমস্ত দায়িত্ব নেবে দেশটির সরকার। কোনো দেশের নাগরিক অবৈধভাবে দেশটিতে বসবাস করলেও ভাইরাসে আক্রান্ত হলে তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তারা নিজ দায়িত্বে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করবে।

দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান সামুয়েল মুমু স্বাক্ষরিত পরিপত্রে আরো জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে দেশে প্রত্যাবর্তন করতে হবে না।
এদিকে, দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস মোকাবিলায় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির কর্তৃপক্ষ।

শেয়ার করুন