চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বারবার সেনা মোতায়েন প্রসঙ্গে পেন্টাগন শৃঙ্খলা হারাচ্ছে স্পেশাল ফোর্স

৩০ জানুয়ারি, ২০২০ | ২:২০ পূর্বাহ্ণ

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে, বারবার বিদেশে মোতায়েন করার ফলে আমেরিকার স্পেশাল ফোর্সের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং সেনারা শৃঙ্খলা হারিয়ে ফেলছে। কয়েকদফা বিপর্যয়ের পর ‘বারবার সেনা মোতায়েনের’ ক্ষেত্রে এই মনোভাব পরিবর্তনের আহ্বান জানিয়েছে পেন্টাগন। মার্কিন স্পেশাল অপারেশন্স কমান্ডের কমান্ডার জেনারেল রিচার্ড ক্লার্ক গত মঙ্গলবার এক রিপোর্টে এসব কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ইরাক, সিরিয়া, আফগানিস্তান এবং আফ্রিকার কিছু দেশে বারবার সেনা মোতায়েনের কারণে তাদের কাজের ক্ষেত্রে মনোযোগে চিড় ধরছে। জেনারেল রিচার্ড ক্লার্ক আরো বলেন, “কাজের ক্ষেত্রে আমরা সবকিছু করতে পারি”- এমন একটা পক্ষপাতদূষ্ট সংস্কৃতি আমাদের ভেতরে রয়েছে যা পরিবর্তন করা দরকার। [ছবি : মার্কিন স্পেশাল ফোর্সের কয়েকটি হেলিকপ্টার]

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট