চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মিশেল’র গ্র্যামি জয়

২৯ জানুয়ারি, ২০২০ | ৫:৩২ পূর্বাহ্ণ

লি নাস এক্স, লেডি গাগা, বেয়ন্সে প্রমুখের নামের তালিকায় আরেকটি বড় নাম যুক্ত হয়েছে। তিনি প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এবার নিজের অডিওবুকের জন্য গ্র্যামি পেয়েছেন তিনি।

বেস্ট স্পোকেন ওয়ার্ড অ্যালবাম বিভাগে শ্রেষ্ঠত্বের শিরোপা পেল মিশেল ওবামার অডিও বুক ‘বিকামিং’। আর এই অডিও বুকের হাত ধরেই গ্র্যামির মঞ্চে লাগলো রাজনীতির ছোঁয়া। মিশেলের এই পুরস্কার পাওয়ার পরই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বারাক ওবামা। জানা গেছে এই অডিও বুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন মিশেল। কারণ, ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ওবামার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি বারাক ওবামার জন্মও বিদেশে বলে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। এরপরই অডিও বুকে তাকে পাল্টা আক্রমণ করেছিলেম মিশেল। এবার তার সেই কাজকেই শ্রেষ্ঠত্বের শিরোপা দিল গ্র্যামির মঞ্চ। মিশেলের এই অডিও বুকে নিজের ব্যক্তিগত জীবনের কথাও তুলে ধরেছেন। অডিও বুকে তিনি বলেছেন তার বিবাহিত জীবনের সমস্যা, কীভাবে তার গর্ভপাত হয়েছিল। এরপরেও আইভিএফের মাধ্যমে সন্তান ধারণ করেছিলেন, তাও তিনি তুলে ধরেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট