চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মৃত মায়ের অঙ্গদানের সিদ্ধান্ত ১০ বছরের শিশুর

২৮ জানুয়ারি, ২০২০ | ৫:১৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : তিন বছর বয়সে বাবাকে হারায় পঞ্চম গ্রেডের ছাত্র মায়াঙ্ক। তারপর থেকে মাকে ঘিরেই ছিল তার পৃথিবী। সম্প্রতি এক দুর্ঘটনায় গুরুতর আহত হন মায়াঙ্কের মা ।

হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ব্রেন-ডেথ হয় তার মায়ের। কিন্তু মায়ের স্মৃতি জীবন্ত রাখার তাগিদে তার অঙ্গদান করার সিদ্ধান্ত নেয় ১০ বছরের মায়াঙ্ক। ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। মায়াঙ্কের আঙ্কেল জগদীশ চাওয়ানি বলেন, ‘মায়াঙ্কের বয়স খুবই কম। যখন এ বিষয়ে সবাই তার কাছে জানতে চাই তখন সে জানায়, যদি মাকে পুড়িয়ে দাও তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু মায়ের অঙ্গ যদি দান করে দিই তাহলে অন্য কারও মধ্যে মাকে অনুভব করতে পারব আমি।’
তিনি আরও বলেন, ‘মায়াঙ্কের উত্তর শুনেই আমরা তার মায়ের অঙ্গদানের সিদ্ধান্ত নিই।’

জগদীশ চাওয়ানি জানান, অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে যাদের উপকার হবে তাদের কাছেই মায়াঙ্কের মায়ের অঙ্গদান করা হবে।

শেয়ার করুন