চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনা ভাইরাসের উৎস নিয়ে গবেষকদের নতুন দাবি!

২৮ জানুয়ারি, ২০২০ | ৫:১০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : সারাবিশ্ব কাঁপছে করোনা ভাইরাস আতঙ্কে। চীনে ইতোমধ্যে তা মহামারী আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মহলের আরও উদ্বেগ বাড়িয়ে চীনের বাইরে আরও কমপক্ষে ১৩টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে আরও একজনের দেহে করোনার সন্ধান পাওয়া গেছে। চীনের দুই প্রজাতির সাপ থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে এর আগে দাবি করেছিলেন সে দেশের একদল গবেষক। যদিও করোনা মহামারীর নেপথ্যে সাপই দায়ী কি-না, নতুন করে সেই প্রশ্ন তুলেছেন একদল গবেষক।

এদেরই একজন ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট ডেভিড রবার্টসন। তার দাবি, স্তন্যপায়ী প্রাণী এবং পাখিই যে নতুন এই করোনা ভাইরাসের বাহক, তার প্রমাণ মিলেছে। কিন্তু সাপ এই ভাইরাসের বাহক, এমন প্রমাণ মেলেনি। ফলে সাপের থেকে মানুষের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়েছে, একথা বলার মতো কোনও প্রমাণ নেই। যে কারণে এই পরিস্থিতির জন্য সাপকে দায়ী করা যায় না।

বিখ্যাত জার্নাল ‘ন্যাচার’কে এমনটি জানিয়েছেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। তবে কোনও প্রাণী থেকে নতুন প্রজাতির করোনা মানুষের মধ্যে ছড়াল, তা এখনও অজানাই বলে তিনি স্বীকার করে নিয়েছেন।

শেয়ার করুন