চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তারবিহীন অভিজ্ঞতা দেবে আইফোন

৭ ডিসেম্বর, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

নিজেদের তৈরি প্রযুক্তিপণ্য থেকে যন্ত্রাংশ ও প্রযুক্তি বাদ দিয়ে দেওয়ার রেওয়াজ পুরোনো এপলের জন্য। পিসি থেকে ফ্লপি ডিস্ক, ল্যাপটপ থেকে ডিস্ক রম বা ইউএসবি ফেলে দেওয়ার পর এবার মোবাইল ফোন থেকে চার্জিং পোর্ট ফেলে দেওয়ার দিকেই সম্ভবত যাচ্ছে এপল।

২০২১ সালের হাই-এন্ড আইফোন মডেল থেকে বাদ দেওয়া হতে পারে লাইটনিং কানেক্টর, ডিভাইসটির চার্জিং ব্যবস্থা নির্ভর করবে ওয়্যারলেস চার্জিংয়ের ওপর, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন টিএফ সিকিউরিটিজ-এর এপল বিশ্লেষক মিং-চি কুয়ো।

কুয়োর ধারণা, লাইটনিং কেবল বাতিল এবং অন্যান্য আপডেটের কারণে হাই-এন্ড আইফোনগুলোর বিক্রি ও দাম বাড়াবে। চার্জিং কানেক্টর ছাড়া আইফোনগুলো “পুরোপুরি তারবিহীন অভিজ্ঞতা” দেবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট