চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্মার্টফোনের পুরোচার্জ ১৭ মিনিটেই

২৮ নভেম্বর, ২০১৯ | ২:৪৬ পূর্বাহ্ণ

স্মার্টফোন মানেই নানা এপসের সমাহার। আর এতসব এপস আর নেট সংযোগের কারণে দ্রুত শেষ হয়ে যায় চার্জ। এরপর চার্জ দেয়াটাও বেশ সময়ের ব্যাপার। যদিও স্মার্টফোন দ্রুত চার্জ করার প্রযুক্তি অনেকদিন আগেই চলে এসেছে। তবে সেই সময়টাও একেবারে কম নয়।

অবশেষে ফোন চার্জে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষারদিন ফুরিয়ে এল। এখনমাত্র ১৭ মিনিটেই ফুলচার্জ হয়ে যাবে ৪,০০০ এমএএইচ ব্যাটারি! কারণ খুব শীঘ্রই ১০০ ডব্ল্ওি সুপার চার্জ টার্বো চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে শাওমি। সম্প্রতি একটি সম্মেলন শাওমি যা ইঙ্গিত দিয়েছে, আগামী বছরের (২০২০) শুরুতেই বাজারে চলে আসবে ১০০ ডব্ল্ওি সুপার চার্জ টার্বো চার্জিং চার্জিং প্রযুক্তিসহ স্মার্টফোন। মনে করা হচ্ছে, শাওমির এম আইমিক্স ফোর ফোনে প্রথম এই ১০০ ডব্ল্ওি সুপার চার্জ টার্বো চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছুই জানায়নি সংস্থাটি।
চীনে আপাতত রেডমি কে ৩০ ফাইভ জি লঞ্চের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছে শাওমি।

জানা গিয়েছে, শুধু শাওমি নয়, ২০২০ সালের শুরুতে সুপার চার্জ টার্বো চার্জিং প্রযুক্তি যুক্ত হতে চলেছে ভিভোর স্মার্টফোনে।
আগামী বছর ১২০ ডব্ল্ওি সুপার চার্জ টার্বো চার্জিং প্রযুক্তিসহ বাজারে আসতে চলেছে ভিভোর স্মার্টফোনও।-অর্থসূচক

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট