চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ওয়ার্ডে মুছে ফেলা তথ্য উদ্ধার করবেন যেভাবে

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

মাইক্রোসফট ওয়ার্ড বর্তমানে বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই সফটওয়্যারে কাজের সময় কোনও তথ্য মুছে গেলে তা ফিরে পাওয়া সম্ভব। ভুল করে সংরক্ষণ না করা ডকুমেন্ট উদ্ধারের জন্য নির্দেশিত ধাপগুলো অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড একটি নির্দিষ্ট বিরতির পর পর স্বয়ংক্রিয়ভাবে ডকুমেন্ট সংরক্ষণ করে। এই ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যারটি মূলত প্রতি ১০ মিনিট পর বাই ডিফল্ট স্বয়ংক্রিয়ভাবে ডকুমেন্ট সংরক্ষণ করে রাখে। আপনি চাইলে এই সময় পরিবর্তন করতে পারেন।

ডকুমেন্ট উদ্ধার করবেন যেভাবে : আবার মাইক্রোসফ্ট ওয়ার্ড খুলুন। ফাইল ট্যাবে ক্লিক করুন। এখন, ‘ ম্যানেজ ডকুমেন্ট ’ এই অপশনে যান। ড্রপ-ডাউন মেনু থেকে অরক্ষিত ডকুমেন্টস পুনরুদ্ধার অপশনটি নির্বাচন করুন। এখন সংরক্ষিত সব ওয়ার্ড ডকুমেন্টের তালিকা দেখতে পাবেন। আপনি যে ডকুমেন্টটি ফিরে পেতে চান তা নির্বাচন করুন এবং ওপেন-এ ক্লিক করুন। একবার ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টটি ফিরে পাওয়া যাবে। [সূত্র: গেজেটসনাউ]

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট