চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেশের তিনশ স্কুলে হবে প্রযুক্তি ল্যাব

পূর্বকোণ ডেস্ক

৮ অক্টোবর, ২০২০ | ১০:১৩ অপরাহ্ণ

দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আমরা আগামীতে ৩০০টি নির্বাচনি আসনভিত্তিক স্কুলে ‘স্কুল অব ফিউচার’ প্রতিষ্ঠা করবো। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক খুদে গবেষক ও উদ্ভাবকদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘স্কুল অব ফিউচার’ প্রকল্পের অধীনে ফ্রন্টিয়ার টেকনোলজি ল্যাব গড়ে তোলা হবে বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে তৃতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

পলক বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে রোবটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগডাটা এবং অ্যানালিটিকস, ক্লাউড কম্পিউটিং, ব্লক চেইন প্রযুক্তিতে আমাদের দক্ষ মানবসম্পদ প্রয়োজন। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। কারণ, আমাদের বিপুল তরুণ জনগোষ্ঠী রয়েছে।’

অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বিসিসির প্রশিক্ষণ ও উন্নয়ন পরিচালক মোহাম্মদ এনামুল কবির।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট