চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শতকরা ৫২ ভাগ মৃত্যু কমাতে পারে ভিটামিন ডি

পূর্বকোণ ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২০ | ৭:০১ অপরাহ্ণ

সংক্রমণের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থার সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি। গবেষণায় দেখা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আছে, সংক্রমণ থেকে তাদের মৃত্যুহার শতকরা ৫২ ভাগেরও কম। এমন গবেষণা করেছেন বস্টন ইউনিভার্সিটির গবেষকরা। এতে বলা হয়েছে, যেসব রোগীর শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি আছে তাদের মারাত্মক অসুস্থ হওয়ার হার শতকরা ১৩ ভাগেরও কম। তাদের ক্ষেত্রে ইনটিউবেশন শতকরা ৪৬ ভাগেরও কম। যুক্তরাষ্ট্রে শতকরা প্রায় ৪২ ভাগ মানুষের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি আছে। তার মধ্যে উচ্চ হার হলো বয়স্কদের ক্ষেত্রে। এর আগে বস্টন ইউনিভার্সিটির ড. মাইকেল হোলিক তার গবেষণায় দেখিয়েছিলেন, যেসব মানুষের দেহে পর্যাপ্ত ভিটামিন ডি আছে, তাদের প্রথম দফায়ই করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার ঝুঁকি শতকরা ৫৪ ভাগের কম।

পরের গবেষণায় তিনি ও তার টিম দেখতে পেয়েছেন যে, যেসব মানুষের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি আছে তারা মারাত্মক অসুস্থতায় ভোগেন। তাদের শরীরে পচন ধরে এমনকি তারা মারা যান করোনা ভাইরাস সংক্রমণ থেকে। ইরানের রাজধানী তেহরানে করোনায় আক্রান্ত ২৩৫ জন রোগীর রক্তের নমুনা পরীক্ষা করে এসব কথা বলেছেন তারা। এতে বলা হয়েছে, পরীক্ষা করা এসব রোগীর মধ্যে শতকরা ৬৭ ভাগের শরীরে ভিটামিন ডি-এর মাত্রা ছিল ৩০ এনজি/এমএলের নিচে। ৩০ এনজি/এমএল’কে ধরা হয় স্থিতিশীল মাত্রা হিসেবে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট