চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফ্রিজ থেকে করোনা ছড়ায় না, ভারতীয় বিশেষজ্ঞের দাবি

ফ্রিজ থেকে করোনা ছড়ায় না, ভারতীয় বিশেষজ্ঞের দাবি

পূর্বকোণ ডেস্ক

২৭ জুলাই, ২০২০ | ৪:৩৭ অপরাহ্ণ

সাধারণ ফ্রিজ থেকে করোনা ছড়িয়েছে এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। তাই এমন ফ্রিজ থেকে করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা নেই। তবে বাইরে থেকে কাঁচামাল ক্রয় করে ফ্রিজে রাখার আগে জীবানুমক্ত করে নেয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন ভাইরোলজিস্ট ও গবেষণা বিজ্ঞানী ডা. ওয়ার্নার গ্রিন।

ভাইরাস বিশেষজ্ঞ অমিতাভ নন্দী জানিয়েছেন, যদি ফ্রিজের তাপমাত্রা -১৯০ ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে সেখান থেকে করোনা সংক্রমণের ঝুঁকি থাকে যা একমাত্র গবেষণাগারে সম্ভব। যে সমস্ত ল্যাবরেটরিতে ভাইরাস নিয়ে গবেষণা হয় সেখানে তরল নাইট্রোজেনের সাহায্যে ফ্রিজের তাপমাত্রা কমিয়ে ভাইরাসের নমুনা জমিয়ে রাখা হয়। একে ক্রায়ো প্রিজারভেশন বলে। তারপর কাজের সময় তাকে বাইরে বার করে ধাপে ধাপে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে এলে ভাইরাস জ্যান্ত হয়ে ওঠে। অসাবধান হলে তখন সংক্রমণের আশঙ্কা থাকে।

অমিতাভ আরও বলেন, ঘরোয়া ফ্রিজে ফ্রিজারের তাপমাত্রা থাকে ০ থেকে -২/-৩ ডিগ্রির মতো থাকার কারণে সাধারণ ফ্রিজ থেকে করোনা সংক্রমণের ভয় নেই। ফ্রিজের সাধারণ অংশে ৪-৮/১০ ডিগ্রি, কখনও আরও বেশি। এই তাপমাত্রায় করোনাভাইরাস কতক্ষণ জীবিত থাকে তা নিয়ে কোনও গবেষণা হয়েছে বলে শোনা যায়নি। যদি তর্কের খাতিরে ধরে নিই বেঁচে থাকে সে ছড়ায় কীভাবে? ফ্রিজ খোলামাত্র লাফ দিয়ে নাকে-মুখে ঢুকে যায়? ক’টা ঢোকে? কোন পথে ঢোকে? ফ্রিজের তাপমাত্রা থেকে ঝট করে শরীরের তাপমাত্রায় এসে কতক্ষণ বেঁচে থাকে, কীভাবে বংশবৃদ্ধি করে? এসব কারণে করোনা সংক্রান্ত ভুয়া খবর না ছড়াতে সবার প্রতি অনুরোধও জানান তিনি।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন