চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৪শ’ মিলিয়ন করোনা ভ্যাকসিন বাজারে আসছে সেপ্টেম্বরে!

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২০ | ১০:৪৮ অপরাহ্ণ

করোনা মহামারির প্রতিষেধক আবিষ্কার না হলেও ৪০০ মিলিয়ন ভ্যাকসিন উৎপাদনের চুক্তি করা হয়েছে। বায়োফার্মাসিটিক্যাল কোম্পানি এস্ট্রাজেনেকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক করোনাভাইরাসের এই ভ্যাকসিন উৎপাদন করবে। ক্লিনিক্যাল পরীক্ষা সফল হলে আগামী সেপ্টেম্বরে সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার (২১ মে) এই ভ্যাকসিনটির বৃহৎ পরিসরে উৎপাদনে যেতে এবং ৪০০ মিলিয়ন ডোজ সরবরাহ করার একটি চুক্তি সম্পাদিত হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক এই ভ্যাকসিন বর্তমানে AZD122 নামে পরিচিত। বানরের শরীরে সফল প্রয়োগের পর এটা এখন মানবদেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে।

আজ ইউএস বায়োমেডিক্যাল এডভান্সড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অথরিটি (বারদা) অক্সফোর্ডের এই ভ্যাকসিনের উন্নয়ন, উৎপাদন এবং সরবরাহের জন্য এস্ট্রাজেনেকা কোম্পানিকে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে। ইতোমধ্যে এস্ট্রাজেনেকা অক্সফোর্ডের ভ্যাকসিনের ৪০০ মিলিয়ন ডোজ উৎপাদনে চুক্তিবদ্ধ হয়েছে।

এদিকে, ২০২১ সালের আগে কোনো ভ্যাকসিন ব্যাপকভাবে পাওয়া যাবে না বলে বিজ্ঞানী সতর্ক করেছেন।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন