চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সু স্থ থা কু ন

যেসব ভুলে বাড়ে মেদ

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:১৬ পূর্বাহ্ণ

দিনে দিনে পেটের মেদ বেড়েই চলেছে? আপনার ভুলেই হয়তো কমছে না মেদ! জেনে নিন মেদ বেড়ে যাওয়ার অন্যতম কারণ কোনগুলো।
– সকালের নাস্তা মিস করে ফেলছেন কাজের অজুহাতে? এটি কিন্তু মেদ বাড়ার অন্যতম কারণ।
– সারাদিন মেনেবেছে চললেন, কিন্তু দিনশেষে কোল্ড ড্রিংকের গ্লাসে একটি চুমুক দিয়েই ফেললেন। মেদ কিন্তু গেড়ে বসলো শরীরে!
– জিমে প্রচুর সময় দিচ্ছেন, কিন্তু নিয়মিত খাচ্ছেন চর্বিজাতীয় খাবার। এতে শরীর যেমন দ্রুত ক্লান্ত হয়ে পড়বে, তেমনি মেদও কমবে ঢিমেতালে।
– অনেকক্ষণ না খেয়ে থাকলেও কিন্তু বাড়ে মেদ। নির্দিষ্ট সময় পর পর পরিমিত খাবার খান।
– সুস্থ ও মেদহীন শরীরের জন্য পর্যাপ্ত ঘুম ভীষণ জরুরি। রাত জেগে থাকলে পেটের মেদ বাড়ে। তাই রাতে ৮ ঘণ্টা ঘুমাবেন অবশ্যই।
– বয়স ও উচ্চতা অনুযায়ী খাদ্য তালিকা ঠিক করতে একজন পুষ্টিবিদের সহায়তা নিন। অনেকেই ইচ্ছে মতো তালিকা বানিয়ে নেন যাতে বিপরীত ফল মেলে।
– একটানা বসে থাকার কাজ করতে হয় অনেককেই। মাঝে মাঝে বিরতি নিয়ে হাঁটাচলা করা জরুরি। নাহলে পেটের মেদ বাড়তেই থাকবে। চেয়ারে বসেও ব্যায়াম করতে পারেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট