চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পুঁজিবাজারে স্বস্তির সুবাতাস

৫৬ মাসের মধ্যে সর্বনিম্ন সূচক শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২০ | ৭:৫২ অপরাহ্ণ

একদিন পরই বড় দরপতন ঘটেছে দেশের দুই পুঁজিবাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (১৩ জানুয়ারি) লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৮ পয়েন্ট কমেছে প্রধান সূচক ডিএসইএক্স। সূচকটি নেমে এসেছে ৪১২৩ পয়েন্টে, যা কিনা গত ৫৬ মাসের মধ্যে সূচকটির সর্বনিম্ন অবস্থান। এর আগে সূচকটি ৪ হাজার ১২২ পয়েন্ট হয়েছিল ২০১৫ সালের ৭ মে। অপরদিকে ২৩৮ পয়েন্ট কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক।

গতকাল রবিবার (১২ জানুয়ারি) লেনদেন শেষে ডিএসইএক্স সূচকটি বাড়ে ১৫ পয়েন্ট। মোট ২৬০ কোটি ৮২ লাখ টাকা লেনদেন হয়। আজ মোট লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৭৭ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ২১টির দর বেড়েছে, ৩১৩টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত আছে।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, রিং শাইন টেক্সটাইল লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, বিকন ফার্মা, ওয়েস্টার্ন লিমিটেড শিপইয়ার্ড লিমিটেড, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, স্টান্ডার্ড সিরামিকস, গ্রামীণফোন ও এস এস স্টিল লিমিটেড।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, রেনেটা, নাভানা সিএনজি, বিবিএস, বিকন ফার্মা, ফোনেক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএলবিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড ও গ্রীন ডেল্টা।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো এস এস স্টিল লিমিটেড, এমারেল্ড ওয়েল, মেঘনা কনডেন্সড মিল্ক, তুংঘাই, রিং শাইন টেক্সটাইল লিমিটেড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ফাস ফাইন্যান্স, বিচ হ্যাচারি, প্রভাতি ইনস্যুরেন্স ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট