চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বড় পতনের ধারায় পুঁজিবাজার

১০ ডিসেম্বর, ২০১৯ | ২:৩২ পূর্বাহ্ণ

বড় দরপতনের ধারায় ফিরেছে বাংলাদেশের পুঁজিবাজার।এতোদিন মূল্যসূচক অল্প অল্প পড়লেও এখন লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বড় দরপতন হচ্ছে দুই বাজারে।রবিবার বড় দরপতনের পর সোমবারও বড় পতন হয়েছে। সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬২ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ দশমিক ৭৫ পয়েন্টে।এই সূচক প্রায় ৩৯ মাসের মধ্যে কম। এর আগে এর চেয়ে কম সূচক ছিল ২০১৬ সালের ৩১ অগাস্ট। সেদিন সূচক ছিল ৪ হাজার ৫২৬ দশমিক ৫৮ পয়েন্ট।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ১৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৮২ দশমিক ৬৫ পয়েন্টে।এই সূচক প্রায় ৪২ মাসের মধ্যে কম। এর আগে এর চেয়ে কম সূচক ছিল ২০১৬ সালের ২৪ মার্চ। সেদিন সূচক ছিল ১৩ হাজার ৪৭৩ দশমিক ৮১ পয়েন্ট।ডিএসইতে লেনদেন নেমে এসেছে তিনশ কোটির নিচে। সোমবার ডিএসইতে ২৭৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে তিনশ কোটির নিচে লেনদেন হয়েছে গত ১১ নভেম্বর, সেদিন ২৯৬ কোটি ৬৩ লাখ টাকার য়োর লেনদেন হয়েছিল। ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৯ কোটি ১ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২৩৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬২ দশমিক ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৩ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ১৯ দশমিক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২ পয়েন্টে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট