চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দুই লাখ স্যামসাং গ্যালাক্সি এ ২ কোর বিক্রি ৪ মাসে

১৭ অক্টোবর, ২০১৯ | ১:২১ পূর্বাহ্ণ

চলতি বছরের মে মাসে স্যামসাং বাংলাদেশ দেশের বাজারে নিয়ে আসে গ্যালাক্সি এ ২ কোর স্মার্টফোন। উন্মোচনের পর দুই লাখেরও বেশি বিক্রি হয়েছে স্বল্প বাজেটের এ আকর্ষণীয় স্মার্ট ডিভাইসটি। ২০১৯ সালে বাংলাদেশে সর্বোচ্চ বিক্রিত ডিভাইসগুলোর মধ্যে অন্যতম গ্যালাক্সি এ ২ কোর।এন্ড্রুয়েড গো এডিশন অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি এ ২ কোর ডিভাইসটিতে রয়েছে ৫ ইঞ্চির কিউএইচডি (৫৪০*৯৬০) টিএফটি এলসিডি ডিসপ্লে। ব্যবহারকারীরা ডিভাইসটির মাধ্যমে উন্নতমানের ভিডিও উপভোগের দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এর পাশাপাশি ডিভাইসটি ব্যবহারকারীদের সর্বোচ্চ টানা ১১ ঘন্টা ভিডিও প্লেব্যাক-এর অভিজ্ঞতা প্রদান করবে। ন্যানো-সিম কার্ড সমর্থিত এবং ডুয়েল-সিম স্লটবিশিষ্ট ফোনটিতে রয়েছে এক্সিসন ৭৮৭০ চিপসেট এবং এক জিবি র‌্যাম। ডিভাইসটিতে আছে ১৬ জিবি রম যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে। গ্যালাক্সি এ২কোর ডিভাইসটিতে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়া মনোমুগ্ধকর সেলফি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘ সময় ধরে ব্যবহারের উদ্দেশ্যে এতে ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যুক্ত করা হয়েছে, যা মাইক্রো-ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। গ্যালাক্সি এ২কোর হ্যান্ডসেটটি ওয়াই-ফাই, ১১ বি/জি/এন জিপিএস, মাইক্রো-ইউএসবি, এফএম রেডিও, ৩জি এবং ৪জি সমর্থিত। ফোনটিতে অ্যাক্সিলেরোমিটার সেন্সর ব্যবহৃত হয়েছে। নান্দনিক ডিজাইনের গ্যালাক্সি এ২কোর ডিভাইসটি আকর্ষণীয় ব্লু, গোল্ড ও ব্ল্যাক-এই তিনটি রঙে মাত্র ৭,৫৯০ টাকায় পাওয়া যাচ্ছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট