চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

১ মে, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

গতকাল মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০২ দশমিক ৮৫ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৪৩ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯১২ দশমিক ৮৭ পয়েন্টে। এদিন ঢাকার পুঁজিবাজারে ৪১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তা আগের দিনের তুলনায় ১১৬ কোটি ৫৬ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯৮ কোটি ৬১ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১০৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৭ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০২ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৫ পয়েন্টে। আর ডিএস৩০ ১০ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৪৬ পয়েন্টে।
অন্যদিকে সিএসইতে ১৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৫ কোটি ৯১ লাখ টাকা বেশি।সিএসইতে লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট