চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এখন থেকে স্বর্ণালঙ্কারও আমদানি করা যাবে

পূর্বকোণ ডেস্ক

২১ অক্টোবর, ২০২০ | ৯:১৩ অপরাহ্ণ

সোনার গহনা আমদানি করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এক্ষেত্রে অনুমোদিত ডিলাররাই সোনার পাশাপাশি গহনাও আমদানি করতে পারবে। আজ বুধবার (২১ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল ডিলারের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, ২০১৮ সালের স্বর্ণ নীতিমালা অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, সোনার পাশাপাশি বিদেশ থেকে সোনার গহনাও আমদানি করা যাবে। সোনার মতো সোনার গহনাও কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিলার ব্যবসায়ীরা আমদানি করতে পারবেন। চোরাচালান রোধে বৈধপথে স্বর্ণ আমদানির উদ্যোগ নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে স্বর্ণ আমদানি করার জন্য বেশ কয়েকটি জুয়েলারিকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ। আমদানির অনুমোদনের ধারাবাহিকা নতুন করে গহনাও যুক্ত করে প্রজ্ঞাপন জারি করলো বাংলাদেশ ব্যাংক।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট