চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রপ্তানিতে নগদ সহায়তা পেতে ৪৫ দিনের মধ্যে আবেদনের সুযোগ

পূর্বকোণ ডেস্ক

২০ অক্টোবর, ২০২০ | ৯:৫৩ অপরাহ্ণ

রপ্তানির বিপরীতে ভর্তুকি ও নগদ সহায়তা পেতে ৪৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। করোনার কারণে অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে নগদ সহায়তার জন্য আবেদন করতে না পারায় বিশেষ বিবেচনায় এ সময় বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে বিশেষ বিবেচনায় কেবলমাত্র ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি ভর্তুকি/নগদ সহায়তার জন্য এই নির্দেশনা কার্যকর হবে। অগ্রিম রপ্তানি মূল্য প্রত্যাবাসনসহ অন্যান্য ব্যবস্থায় রপ্তানির ক্ষেত্রে যেসব রপ্তানির বিপরীতে ২০১৯-২০ অর্থবছরে নির্ধারিত সময়ে আবেদনপত্র দাখিল করা সম্ভব হয়নি, সেসব ক্ষেত্রে এ সার্কুলার জারির তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র দাখিল করা যাবে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট