চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৩ মাস পর মিয়ানমার থেকে এল ৩০ মে.টন পেঁয়াজ

৩ মাস পর মিয়ানমার থেকে এল ৩০ মে.টন পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২০ | ৭:৪০ অপরাহ্ণ

মিয়ানমার থেকে আসা প্রায় ৩০ মেট্রিক টন পেঁয়াজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। প্রায় তিন মাস পর আজ শুক্রববার (১৮ সেপ্টেম্বর) সকালে ছোট ট্রলারে পেয়াঁজগুলো এসে পৌঁছায়।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে প্রায় তিন মাস পর শুক্রবার সকালে দুই ট্রলারে করে ৩০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। কাগজপত্র বুঝে পেলে শনিবার তা খালাস করা হবে। পেঁয়াজের সংকট মোকাবেলায় ব্যবসায়ীদের আমদানি বাড়াতে উৎসাহিত করা হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন বলেন, মিয়ানমার থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। স্থলবন্দরে আজ ৩০ মেট্রিক টন পেঁয়াজ এসে পৌঁছেছে। যত দ্রুত সম্ভব খালাস করে এসব পেঁয়াজ বাজারে পৌঁছানো হবে।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট