চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশ্বজুড়ে বিভ্রাটে জিমেইলসহ সব গুগল সেবা

বিশ্বজুড়ে বিভ্রাটে জিমেইলসহ সব গুগল সেবা

প্রযুক্তি ডেস্ক

২০ আগস্ট, ২০২০ | ৫:০৯ অপরাহ্ণ

পুরো বিশ্বে বড় রকমের বিভ্রাটের মধ্যে পড়েছে গুগলের অন্যতম সেবা জিমেইল। ভুক্তভোগী অনেক গ্রাহকের অভিযোগ, তারা মেইল পাঠাতে পারছেন না ও মেইলের সঙ্গে ফাইল অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না। আবার অন্য মেইল সেবা থেকে মেইল করা হলে তা জিমেইলে ঠিকমত পৌঁছাচ্ছে না। কেউ কেউ তো নিজেদের জিমেইল একাউন্টে ঢুকতেই পারছেন না। জি স্যুটের সবগুলো সেবাতেই সমস্যার কথা জানাচ্ছেন কেউ কেউ।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টা থেকে জিমেইল বিভ্রাট নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন ব্যবহারকারীরা। বিভ্রাটের বিষয়টি ‘গুগল এপস স্ট্যাটাস পেজে’ নিশ্চিত করে গুগল কর্তৃপক্ষ জানায়, ‘আমরা জিমেইলের সঙ্গে জড়িত এক সমস্যা খতিয়ে দেখছি। আমরা শিগগিরই আরও তথ্য জানাব’।

ইয়াহু ফাইন্যান্সের এক প্রতিবেদন জানায়, জিমেইলের পাশাপাশি গুগল ড্রাইভও বিভ্রাটের কবলে পড়েছে। কেউ কেউ তাদের ড্রাইভে ফাইল আপলোড করতে পারলেও শেয়ার করতে পারছিলেন না।

জনপ্রিয় ট্র্যাকার সেবা ডাউন ডিটেকটরের তথ্যানুযায়ী, গুগল সার্ভারের বিভ্রাট থেকে সমস্যার সূত্রপাত ঘটে। প্রায় ৬২ শতাংশ অভিযোগকারীই টুইট করে বলেছেন, তারা জিমেইলে মেইল পাঠাতে পারছেন না।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট