চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিশুখাদ্যের আমদানি শর্ত আগের মতোই

শিশুখাদ্যের আমদানি শর্ত আগের মতোই

নিজস্ব প্রতিবেদক

৯ জুলাই, ২০২০ | ৮:০৭ অপরাহ্ণ

করোনা পরিস্থিতির কারণে শিশুখাদ্য আমদানিতে আরোপ করা শর্তগুলোর কয়েকটি শর্ত শিথিল করা হয়েছিল। তবে এই শিথিলতা প্রত্যাহার করে শর্তগুলো আগের মতোই মানতে হবে- এমন আদেশ দিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর। নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ মে কোভিড-১৯ মহামারি পরবর্তী প্রভাব ও সংকট মোকাবিলায় শিশুখাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের পণ্য আমদানিতে কয়েকটি শর্ত শিথিল করে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। কিন্তু গত সোমবার (৭ জুলাই) আরেকটি বিজ্ঞাপ্তির মাধ্যমে জারি করা আগের বিজ্ঞপ্তির শিথিলতা প্রত্যাহার করা হয়েছে। কাজেই এখন শিশুখাদ্য আমদানি করতে হলে সব শর্ত মানতে হবে।

আওলাদ হোসেন বলেন, সেগুলো হচ্ছে- ১. আমদানিকৃত ননীযুক্ত দুগ্ধজাত খাদ্য ও শিশুখাদ্য টিন বা বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগ ইন বক্সের ওপর দৃশ্যমান স্থানে ‘মায়ের দুধের বিকল্প নেই’ কথাটি বাংলায় সুস্পষ্টভাবে ও অপেক্ষাকৃত বড় হরফে লিখে রাখতে হবে। ২. মিল্ক ফুডের টিন বা বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগ ইন বক্সের ওপর দুধের উপাদান এবং বিভিন্ন উপকরণের আনুপাতিক হার বাংলায় লেখা থাকতে হবে। ৩. প্রতিটি টিনসহ বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগ ইন বক্স এর গায়ে মিল্ক ফুডের প্রকৃত ওজন (নিট ওয়েট) বাংলা বা ইংরেজিতে লিখে রাখতে হবে। ৪. দুগ্ধ ও দুগ্ধজাত শিশুখাদ্য আমদানির ক্ষেত্রে পরিচালক জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) দেয়া রেজিস্ট্রেশন নম্বর স্পষ্টাক্ষরে প্রতিটি টিন বা টিনসহ বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগ ইন বক্সের গায়ে উল্লেখ থাকবে হবে। এছাড়া মেনে চলতে হবে আমদানি নীতি অনুয়ায়ী অন্যান্য শর্তও।

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট