চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ব্যাংক ঋণ পেতে লাগবে না ভ্যাটের তথ্য, নির্দেশনা বাতিল

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২০ | ১০:২৪ অপরাহ্ণ

ব্যাংকের ঋণ প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে মূল্য সংযোজন করের (ভ্যাট) তথ্য বাধ্যতামূলক করার বিষয়ে জারিকৃত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে আজ মঙ্গলবার (৩০ জুন) এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড জানায়, করোনার সময়ে করদাতারা ঋণ গ্রহণের ক্ষেত্রে কোনও ধরনের যাতে সমস্যার সম্মুখীন না হন ও ক্ষতিগ্রস্তরা সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে সহজে যেন ঋণ পেতে পারেন, সেটি নিশ্চিত করতে ঋণ গ্রহণকারীর ভ্যাট তথ্য বাধ্যতামূলক করার নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ জুন ঋণ প্রস্তাবের সঙ্গে ভ্যাট তথ্য দাখিল করার জন্য একটি নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই নির্দেশনায় বলা হয়েছিল, গ্রাহক ঋণের আবেদন করলে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে ‘অতিরিক্ত’ হিসেবে ভ্যাট রিটার্নের তথ্য যাচাই-বাছাই করতে হবে। অনেক প্রতিষ্ঠান রাজস্ব ফাঁকি দেয়ার জন্য একাধিক অডিট রিপোর্ট করে। মূলত রাজস্ব ফাঁকি রোধে ভ্যাট তথ্য দাখিলের নির্দেশনাটি জারি করেছিল এনবিআর।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট