চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ঈদের আগেই বদলে যাচ্ছে রেমিট্যান্সের হিসেব

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২০ | ৯:৪৪ অপরাহ্ণ

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতেও বদলে যাচ্ছে দেশের রেমিট্যান্সের হিসেব নিকেশ। ঈদ সামনে রেখে দেশে পরিবারের জন্য অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি মে মাসের ১৯ দিনে  ১০৯ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বলে গতকাল বুধবার (২০ মে) নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসে লকডাউনে থাকা  বিশ্বের উন্নত দেশগুলোতে পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। অনেক দেশ স্বাভাবিক অবস্থায় ফিরছে । যে কারণে ঈদের আগে আবারও রেমিট্যান্স পাঠানো শুরু করেছেন প্রবাসীরা। পরিস্থিতি খারাপ থাকায় গত এপ্রিলের পুরোমাসে ১০৮ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এখন চলতি মাসে সেটাকে ওভারকাম করতে পারাটা সুসংবাদ বটে।

এদিকে রেমিট্যান্সে সরকার ঘোষিত ২ শতাংশ প্রণোদনা প্রবাসীরা সহজে যেন পান, সেজন্য বেশ কিছু শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট