চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১০ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

অনলাইন ডেস্ক

১৯ মে, ২০২০ | ২:৫৪ পূর্বাহ্ণ

আগামী ১০ জুন বসছে সংসদের অষ্টম অধিবেশন। এই অধিবেশনে ১১ জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ১০ জুন বিকাল ৫টায় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবের পর তা নিয়ে পুরো অধিবেশন জুড়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। গত বছর বাজেট অধিবেশন ২১ কার্যদিবসের ছিল।

তবে করোনা মহামারীর এই সময়ে তাতে পরিবর্তন আসতে পারে।

বাজেট অধিবেশনের ব্যাপারে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে এরইমধ্যে জানিয়েছেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।

এদিকে, জাতীয় সংসদের উপসচিব মনিরা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে পাওয়া তথ্য মোতাবেক, আসছে বাজেট উপলক্ষে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ৪৭ জন মন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ ১১ মন্ত্রীকে ডাকা হচ্ছে। আর মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সিনিয়র সচিব/সচিব উপস্থিত থাকবেন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়।

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী রয়েছেন। কিন্তু দেশে করোনা মহামারী চলায় সবাইকে বৈঠকে আমন্ত্রণ জানানো হবে না। এছাড়াও বাজেট পেশ হবে সীমিত পরিসরে।

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট