চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৯৫ শতাংশ শ্রমিকের বেতন দেওয়া হয়েছে: বিজিএমইএ

অনলাইন ডেস্ক

১৯ এপ্রিল, ২০২০ | ৩:৩৪ অপরাহ্ণ

সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন-বিজিএমই’র সদস্যভুক্ত কারখানায় ৯৫ শতাংশ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির এক বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তাদের সদস্যভুক্ত ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে ২ হাজার ৫৬টি (৯০.৪২ শতাংশ) কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেছে।  এছাড়া বাকি ২১৮টি কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানায় ওই সূত্র। 

সংগঠনটি আরও জানিয়েছে, বিজিএমইএর সদস্যভুক্ত কারখানায় কাজ করা ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ জন শ্রমিকের মধ্যে মার্চ মাসের বেতন হয়েছে ২৩ লাখ ৪১ হাজার জনের; যা মোট শ্রমিকের ৯৪ দশমিক ৬৮ শতাংশ। শিগগিরই বাকি শ্রমিকদের বেতনও পরিশোধ করা হবে।

এর আগে গত ৬ এপ্রিল বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক এবং বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান স্বাক্ষরিত যৌথ এক ঘোষণায় ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধে সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়। 

১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে কারখানার মালিকরা বেতন পরিশোধ করতে পারেননি।

তিনি বলেন, আমরা এমন একটা সময় পার করছি যখন ক্রেতারা অর্ডার বাতিল করছেন। আমদানিকারক, ক্রেতাদের কেউ দেরিতে টাকা দিচ্ছেন, কেউ দিচ্ছেন না। তবে ২০ এপ্রিলের মধ্যে বেশিরভাগ কারখানার শ্রমিকরা বেতন পেয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন বিজিএমইএ সভাপতি রুবানা হক।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট