চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আজ থেকে ব্যাংক লেনদেন ৩ ঘণ্টা

অনলাইন ডেস্ক

৫ এপ্রিল, ২০২০ | ১:২৪ অপরাহ্ণ

বর্ধিত সাধারণ ছুটিতে আজ রবিবার (৫ এপ্রিল) থেকে ব্যাংকিং লেনদেন চলছে তিন ঘণ্টা করে। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত চলবে এই লেনদেন। এর আগে গত ২ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে ৫-৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির সময় সীমিত আকারে লেনদেন চালু রাখার নির্দেশনা জারি করে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সীমিত আকারে হলেও আগের চেয়ে এক ঘণ্টা বেশি লেনদেন হবে। অর্থাৎ এই ছুটির সময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা ব্যাংক লেনদেন হবে। আগে এ সময় ছিল দুই ঘণ্টা।

এতে আরও বলা হয়েছে, গ্রাহকের প্রয়োজনে নগদ অথবা চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি অথবা পে-অর্ডার ইস্যু, ট্রেজারি চালান জমাসহ বাংলাদেশ ব্যাংকের চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেমে, অথবা ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট