চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শেয়ারবাজারে ২ সপ্তাহ লেনদেন বন্ধ রাখার দাবি বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২০ | ৭:০৭ অপরাহ্ণ

আগামী ২ সপ্তাহ লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পুজিঁবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। পুঁজিবাজারের চলমান বড় সংকট এড়াতে তারা এই দাবি জানান। ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কাজী আব্দুর রাজ্জাকের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল আজ রবিবার (১৫ মার্চ) দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হকের কাছে এই দাবি জানান।

বিনিয়োগকারীদের লেনদেন বন্ধ রাখার দাবি হলেও ডিএসই বিষয়টি নিয়ে এই মুহূর্তে ভাবছে না। বরং কিভাবে চলমান মন্দাবস্থা কাটিয়ে উঠা যায়, তা নিয়ে চিন্তা করছেন ডিএসই সংশ্লিষ্টরা।

প্রসঙ্গতঃ, গত সপ্তাহ থেকেই করোনাভাইরাস আতঙ্কে পুঁজিবাজারে তীব্র দরপতন হচ্ছে। দেশের শেয়ারবাজারে আজ রবিবারও বড় দরপতন হয়েছে। তাই বিনিয়োগকারীরা লেনদেন বন্ধের দাবি জানিয়েছে।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট