চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শিক্ষা দিয়েছে ভারত, আর পেঁয়াজ আমদানি নয় : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২০ | ১০:০৭ অপরাহ্ণ

ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করা হবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কৃষকদের বেশি প্রণোদনা দিয়ে উৎপাদন বৃদ্ধি করে দেশে পেঁয়াজের চাহিদা পূরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ শনিবার দুপুরে রংপুরনগরের সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করব না আমরা। তারা গত বছর আকস্মিকভাবে আগে না জানিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে। সে কারণে এবার পেঁয়াজ আমদানি না করে কৃষকদের বেশি প্রণোদনা দিয়ে উৎপাদন বৃদ্ধি করে পেঁয়াজের চাহিদা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
রমজানের পণ্য পরিস্থিতি নিয়ে প্রাসঙ্গিক এ প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, আসন্ন রমজান মাসে তেল, চিনির সংকট হবার সম্ভাবনা নেই। গতবছরে টিসিবিতে তেলের মজুদ ছিল ৩ হাজার মেট্রিক টন। এবার আমরা এর চেয়ে ২০ গুণ বেশি অর্থাৎ পঞ্চাশ হাজার মেট্রিকটনের টার্গেট নিয়েছি।
ভারতের সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য সে দেশে বিভিন্ন সামগ্রী রপ্তানি আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করছি, এ ঘাটতি কিছুটা কমানো সম্ভব হবে।

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট