চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনা ভাইরাস আতঙ্কে অন্তর্জালে ছবি মুক্তি

২৫ জানুয়ারি, ২০২০ | ৪:০১ পূর্বাহ্ণ

চীনে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় প্রেক্ষাগৃহে যাচ্ছেন না দেশটির চলচ্চিত্রপ্রেমীরা। বন্ধ রয়েছে বেশিরভাগ মাল্টিপ্লেক্স। কিন্তু সিনেমা নির্মাণ ও মুক্তি থেমে নেই। সংশ্লিষ্টরা ছবির প্রিমিয়ার ও প্রদর্শনের জন্য বিকল্প হিসেবে বেছে নিয়েছে অন্তর্জাল মাধ্যম। দেশটির বহুল প্রতীক্ষিত নতুন কমেডি ধাঁচের ছবি ‘লস্ট ইন রাশিয়া’র প্রিমিয়ারের মাধ্যমে সেটি শুরু হচ্ছে।
এ বিষয়ে গতকাল শুক্রবার হংকংয়ের তালিকাভুক্ত হুয়াংসি মিডিয়া গ্রুপ ও বেইজিং বাইটড্যান্স নেটওয়ার্কের মধ্যে ৯ কোটি ১০ লাখ ডলারের চুক্তি হয়। এর আওতায় বাইটড্যান্সের অনলাইন প্ল্যাটফর্মে অবমুক্ত হবে ছবিটি। জনপ্রিয় টিকটক ভিডিও-শেয়ারিং অ্যাপ ও নিউজ অ্যাপ জিনরি টুটিয়াও’র মালিক বাইটড্যান্স। তারা জিনরি টুটিয়াওতে জানিয়েছে, দর্শকসংখ্যা কম হওয়ার আশঙ্কা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির ফলে ভক্তরা অ্যাপে বিনামূল্যে দেখতে পারবেন ছবিটি। আজ শনিবার মোবাইল ফোন ও টেলিভিশনে উপভোগ করা যাবে ‘লস্ট ইন রাশিয়া’। এদিকে চুক্তি ঘোষণার পর হুয়াংসি মিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশ বেড়েছে। তবে এ নিয়ে দুটি প্রতিষ্ঠানের কেউই কোনও মন্তব্য করেনি।

করোনা ভাইরাস আতঙ্কে অন্তর্জালে ছবি মুক্তি

চীনে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় প্রেক্ষাগৃহে যাচ্ছেন না দেশটির চলচ্চিত্রপ্রেমীরা। বন্ধ রয়েছে বেশিরভাগ মাল্টিপ্লেক্স। কিন্তু সিনেমা নির্মাণ ও মুক্তি থেমে নেই। সংশ্লিষ্টরা ছবির প্রিমিয়ার ও প্রদর্শনের জন্য বিকল্প হিসেবে বেছে নিয়েছে অন্তর্জাল মাধ্যম। দেশটির বহুল প্রতীক্ষিত নতুন কমেডি ধাঁচের ছবি ‘লস্ট ইন রাশিয়া’র প্রিমিয়ারের মাধ্যমে সেটি শুরু হচ্ছে।
এ বিষয়ে গতকাল শুক্রবার হংকংয়ের তালিকাভুক্ত হুয়াংসি মিডিয়া গ্রুপ ও বেইজিং বাইটড্যান্স নেটওয়ার্কের মধ্যে ৯ কোটি ১০ লাখ ডলারের চুক্তি হয়। এর আওতায় বাইটড্যান্সের অনলাইন প্ল্যাটফর্মে অবমুক্ত হবে ছবিটি। জনপ্রিয় টিকটক ভিডিও-শেয়ারিং অ্যাপ ও নিউজ অ্যাপ জিনরি টুটিয়াও’র মালিক বাইটড্যান্স। তারা জিনরি টুটিয়াওতে জানিয়েছে, দর্শকসংখ্যা কম হওয়ার আশঙ্কা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির ফলে ভক্তরা অ্যাপে বিনামূল্যে দেখতে পারবেন ছবিটি। আজ শনিবার মোবাইল ফোন ও টেলিভিশনে উপভোগ করা যাবে ‘লস্ট ইন রাশিয়া’। এদিকে চুক্তি ঘোষণার পর হুয়াংসি মিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশ বেড়েছে। তবে এ নিয়ে দুটি প্রতিষ্ঠানের কেউই কোনও মন্তব্য করেনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট