চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

এন্ড্রুকে সংস্কৃতি মন্ত্রণালয়ের তিন লাখ টাকার অনুদান

৯ জানুয়ারি, ২০২০ | ৪:০৩ পূর্বাহ্ণ

গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে ক্যান্সার আক্রান্ত এন্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন করে সংগঠন ‘আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ’। রাজশাহীতে ওস্তাদের নামে নিজের হাতে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন এন্ড্রু কিশোর। সংগঠনের সভাপতিও তিনি।

সংগঠনটির আবেদনের প্রেক্ষিতে এন্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তার জন্য সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তিন লাখ টাকার অনুদানের চিঠি দেওয়া হয়। এ বিষয়ে এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন ও সংগীতশিল্পী মোমিন বিশ্বাস বলেন, চলতি মাসের ১ জানুয়ারি অনুদানের চিঠিটা এড্রু কিশোরের রাজশাহীর বাসার ঠিকানায় পাঠানো হয়। কিন্তু বাসায় কেউ না থাকায় গত মঙ্গলবার চিঠিটা সংস্কৃতি মন্ত্রণালয়ে ফেরত আসে। এরপর ওইদিন রাতেই মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকত ডেকে নিয়ে অনুদানের চিঠি আমার হাতে তুলে দেন। চিঠি পাওয়ার পর মঙ্গলবার রাতেই এন্ড্রু’দার বড় বোন ডাক্তার শিখা বিশ্বাসের ঠিকানায় পাঠিয়ে দিয়েছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট