চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এক ফ্রেমে স্মরণীয় মুহূর্ত

১০ ডিসেম্বর, ২০১৯ | ৩:০১ পূর্বাহ্ণ

গত ৭ নভেম্বর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭-২০১৮’ বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।

এতে আজীবন সম্মাননা পান চিত্রনায়ক আলমগীর। অন্যদিকে তার সহধর্মিনী বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের গান সুর করে প্রথমবার সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। মজার বিষয় হলো, এবার আলমগীর কন্যা আঁখি আলমগীরও শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অর্থাৎ একই বছর একই পরিবারের তিনজন রাষ্ট্রীয় সম্মাননা পেলেন। গত রোববার বিকেলে নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন চিত্রনায়ক আলমগীর, রুনা লায়লা ও আঁখি আলমগীর।

পুরস্কার গ্রহণ শেষে দুই কিংবদন্তির সঙ্গে ফ্রেমবন্দি হন আঁখি আলমগীর। একই বছর একই পরিবারের তিনজনের এমন প্রাপ্তির মুহূর্ত ফ্রেমবন্দি করা কঠিন ব্যাপার। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘ছবিটিতে কিংবদন্তিদের মাঝে দাঁড়িয়ে আছি। পুরো পরিবারের জন্য এটি আনন্দঘন সময় ছিল। এটি ঐতিহাসিক একটি মুহূর্ত।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট