চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফেসবুক যেন শোকবই

৮ মে, ২০১৯ | ১:৫৮ পূর্বাহ্ণ

দীর্ঘদিন অসুস্থতার পর না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। তাকে হারিয়ে শোকে মুহ্যমান ভক্ত ও শ্রোতারা। সহকর্মীরাও ডুবেছেন শোকে। ফেইসবুক যেন হয়ে উঠেছে শোকবই।
ফাহমিদা নবী লিখেছেন- তার উপস্থাপনায় একটি অনুষ্ঠানে সুবীর নন্দী জানিয়েছিলেন তার শেষ ইচ্ছের কথা- “আমার শেষ ইচ্ছা, আমার মৃত্যুর পর কেউ যেন না কাঁদে, আমি চাই আমার শবদেহের পাশে সবাই যেন আমাকে গান শোনায়।”
উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা লিখেছেন- “আমরা আবার এক নক্ষত্র, একজন কিংবদন্তিকে হারালাম। তার গান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে,তার আত্মা এবং সংগীত আমাদের সাথেই থাকবে।” কবির বকুল লিখেছেন, ও আমার উড়াল পঙ্খিরে যা যা তুই উড়াল দিয়া যা। সুবীর দাদা, আপনি চলে গেলেন!!! না ফেরার দেশে!!!
চঞ্চল চৌধুরী লিখেছেন, অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আমাদের…
কি লিখবো সুবীরদা কে নিয়ে???
অনেক আবেগ তাড়িত হচ্ছি বার বার….
চোখটা ভিজে যাচ্ছে… এই তো কয়েকদিন আগে,বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দাদার সাথে দেখা হলো…
দাদার সাথে ছোট ছোট স্মৃতি…
দেখা হলেই ‘কেমন আছো চঞ্চল?’….
আর কখনো দেখা হবে না সুবীর দার সাথে…. আপনি বেঁচে থাকবেন আমাদের গানে, মনে, প্রাণে…শত সহ¯্র বছর… ভালো থাকবেন দাদা.. বিন¤্র শ্রদ্ধা..
শোক জানিয়েছেন, তিমির নন্দী, মোহাম্মদ রফিকুজ্জামান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, মাকসুদ, আসিফ আকবর, আলিফ আলাউদ্দিন, শারমিন সুলতানা সুমী, আঁখি আলমগীর সহ অনেকেই।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট