চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আবারও গান লিখলেন পড়শী

১ জুলাই, ২০১৯ | ১২:৫২ পূর্বাহ্ণ

২০০৮ সালে ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে পরিচিতি পান সংগীতশিল্পী পড়শী। এরপর বছর দুয়েক পর নিজের লেখা গানে প্রথম কণ্ঠ দেন তিনি। এর নাম ‘উদাস দুপুর’। ২০১০ সালে প্রকাশিত তার প্রথম অ্যালবামে রাখা হয় এটি। গানটির কথা লেখার পাশাপাশি এর সুর করেছিলেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছিলেন সন্ধি। এরপর অনেকটা সময়জুড়ে বিরতি। ৯ বছর পর পড়শী আবার নিজের জন্য গান লিখলেন।
তবে এর নাম এখনও চূড়ান্ত করেনি তিনি। এটি প্রসঙ্গে তিনি বললেন, ‘দীর্ঘ সময় পর আবারও নিজের জন্য গান করলাম। এরই মধ্যে গানের সুর তৈরি করেছি। লেখার কিছু অংশ বাকি আছে।’
পড়শী আরও জানান, গানটি আগামী ঈদে মুক্তি দিতে চান তিনি। নিয়মিত না হলেও নিজের প্রয়োজনে মাঝের মধ্যে গান লিখতে চান এই শিল্পী। এদিকে পড়শী সম্প্রতি ‘সাপলুডু’ ছবির একটি গান কণ্ঠ দিয়েছেন। দ্বৈত এ গানে তার
সহশিল্পী কণ্ঠ হৃদয় খান। অন্যদিকে, চলতি মাসে প্রকাশ হয়েছে ইমরান-পড়শীর মিউজিক ভিডিও ‘আবদার’। রবিউল ইসলাম জীবনের কথায়
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট