চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাজনীতিতে যোগ দিচ্ছেন শ্রীলেখা!

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২০ | ৩:০৫ অপরাহ্ণ

অভিনয় ছেড়ে এবার রাজনীতির মাঠে শ্রীলেখা! এমনই গুঞ্জন শুনা যাচ্ছে। রবিবার (২২ নভেম্বর) সিপিএমের পক্ষ থেকে বরাহনগরে একটি ফ্রি কোচিং ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী। তারপর থেকেই সবার মনে একই প্রশ্ন উঠেছে শ্রীলেখা এবার রাজনীতিতেও?

প্রশ্ন শুনেই হাসিমুখে উত্তর শ্রীলেখার, ‘মনে হচ্ছে তাই? তা হলে তাই-ই…।’

অনেকেই যখন হয় শাসক দল নয় প্রধান বিরোধী দলে নাম লেখাচ্ছেন সেখানে শ্রীলেখা কি উল্টো হাওয়ার পন্থী? তার অকপট উত্তর, ‘হঠাৎ করে সবুজ বা গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেয়া যায়। কিন্তু লাল পতাকাকে সমর্থন করতে গেলে সেটা হঠাৎ করে হয় না। তার জন্য শিক্ষার প্রয়োজন। কারণ, এই একটি রাজনৈতিক দল ভীষণ শিক্ষিত।’

যুগের পরিবর্তনে শিক্ষার ধরন বা মানও যে বদলেছে, সে কথা স্পষ্ট বরাহনগরে শ্রীলেখার ভাষণে। তিনি বলেন, নয়ের দশকে মোবাইল ছিলো না, কিন্তু ‘চিত্রহার’ ছিলো। লোডশেডিং ছিলো। লোডশেডিংয়ে ছাদে মাদুর পেতে পড়াশোনা ছিলো যা এই প্রজন্ম ভাবতেই পারে না। কারণ, তারা স্মার্ট, স্মার্টফোনের দৌলতে। যা বুদ্ধি, চিন্তাশক্তি ক্রমশ ভোঁতা করে দিচ্ছে। আমরা কিন্তু তখন স্বাধীনভাবে অনেক কিছুই ভাবতাম। আমরাই আসলে বেশি স্মার্ট ছিলাম।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট