চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফরাসি পণ্য বর্জনের আহ্বান চিত্রনায়িকা ফারিয়ার

পূর্বকোণ ডেস্ক

৩১ অক্টোবর, ২০২০ | ৫:৫২ অপরাহ্ণ

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে  ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানালেন চিত্রনায়িকা জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার।

গতকাল রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, আমি আমার (ফরাসি ব্যান্ডের) কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি। এরপর হ্যাশট্যাগে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন ফারিয়া।নুসরাত ফারিয়া বর্তমানে ‘পাতালঘর’ শিরোনামে একটি সিনেমার শুটিং করছেন। এ ছাড়া ৭ নভেম্বর থেকে ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’র  শুটিংয়ে অংশ নেওয়ার কথা আছে তার। দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন আরজে হিসেবে।

তবে নজর কাড়েন ২০১২ সালে এনটিভির ‘থার্টিফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানের মাধ্যমে। আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। এরপর নিয়মিত মুখ হয়ে উঠেছেন ঢাকা ও কলকাতার সিনেমায়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন