চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

প্রশংসিত আরমানের ‘সাফ রই’

অনলাইন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২০ | ৪:৫৪ অপরাহ্ণ

জনপ্রিয় ভারতীয় কমেডি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯-এ রানার আপ হয়েছিলেন কক্সবাজারের ছেলে কমর উদ্দিন আরমান। আর তিনিই লিখলেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান ‘সাফ রই’। এই গানটি এখন বেশ আলোচনায় রয়েছে আর খুব খুব প্রশংসায় কুড়াচ্ছে। করোনা সচেতনতার এই গানে আরমানের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা নিশীতা বড়ুয়া, রন্টি ও কিশোর। আরমানকে মীরাক্কেলের বেশিরভাগ পর্বে কমেডির পাশাপাশি গান গাইতে দেখা গেলেও এবারই প্রথম তিনি গীতিকার ও সুরকার হিসেবে আত্মপ্রকাশ করলেন। আরমানের সঙ্গে ‘সাফ রই’ গানটিতে আরও তিন শিল্পী যুক্ত হওয়ায় গানটি পেয়েছে ভিন্ন মাত্রা। সম্প্রতি গানটি প্রকাশিত হবার পর ব্যাপক প্রশংসায় ভাসছেন আরমান। গানটির সংগীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক সুমন কল্যান। গানটি ‘সাফ রই’ নামের একটা ফেসবুক পেইজে প্রকাশ করার সাথে সাথে ছড়িয়ে পড়ে অন্তর্জালে। হাজার হাজার ব্যক্তিগত আইডি ও পেইজ থেকে গানটি রি-আপলোড হয়। সাবটাইটেল থাকায় বিদেশীরা পর্যন্ত এ গানটি শেয়ার করছেন। জানা গেছে, ‘সাফ রই’ প্রকল্পের করোনা সচেতনতার একটি অংশ হলো এই গান। ‘সাফ রই’ নিয়ে নিশীতা বড়ুয়া বলেন, আমি অনেক গান করি কিন্তু এই গান প্রকাশ হবার পর আমার মা সারাদিন এই গানটি গুনগুনিয়ে গাচ্ছেন যা আগে কখনো দেখিনি। সবাই প্রশংসা করছেন। ভালো লাগছে।’

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট