চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শুক্রবার এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘চোর’

শুক্রবার এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘চোর’

বিনোদন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২০ | ৯:২৮ অপরাহ্ণ

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে একক নাটক ‘চোর’। জোনায়েদ রশিদের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মোরশেদ হিমাদ্রী হিমু। আজিজুল কদির প্রযোজিত নাটকটি এনটিভিতে আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় নাটকটি প্রচার হবে।

নাটকের ঘটনা আবর্তিত হয়েছে শেয়ার মার্কেটের অব্যাহত পতনের প্রেক্ষিতে একটি পরিবারের উপর নেমে আসা দুর্যোগের প্রেক্ষিতে চোর নাটকটি নির্মিত। নাটকটি লিখেছেন জোনায়েদ রশিদ। এই প্রসঙ্গে তিনি বলেন, একটি সত্য ঘটনাকে উপজীব্য করে শেয়ার মার্কেটের অস্থির পটভূমিতে গল্পটা তৈরি করি। শেয়ার মার্কেটের ধ্বস অনেক পরিবারকে প্রায় নিঃস্ব করেছে। এই প্রেক্ষাপটে একটা একটা পরিবারের, একজন বাবার গল্প বলার চেষ্টা করেছি।

নাটকের পরিচালক মোরশেদ হিমাদ্রি হিমু বলেন, আমি মনে করি আমাদের সমাজের মধ্যবিত্ত পরিবারের একটা সৎ প্রতিচ্ছবি গল্পটাতে আছে। মনোজ, অর্ষাসহ সকল অভিনেতারাই চমৎকার অভিনয় করেছেন। আমাদের দিক থেকেও চেষ্টা ছিল একটা ভালো কাজ করার। আশা করি, দর্শকদের একটা ভালো কাজ উপহার দিতে পারব।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, আইয়ুব খান চৌধুরী,আরিয়া অদৃতা, তিষন সেনগুপ্তা, বাশার বাপ্পি, মজুমদার নাহিদ, শাহরিয়ার হান্নান, রেহনুমা তাসমিয়া, মীর সাজ্জাদ, হুমায়ুন কবির, কাজী মহিবুর রহমান, শেখ সাঈদ আলী, সাদেক সাব্বির, শোভরাজ চৌধুরী, আইয়ান, আশরা প্রমুখ।

নাটকটির সহকারী পরিচালক : ইমরান রবিন।

চিত্রগ্রাহক : পঙ্কজ চৌধুরী রনি

প্রযোজক: আজিজুল কদির।

প্রযোজনা সহকারী প্রতিষ্ঠান ঋতবাক।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন