চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশি অভিনেত্রীর বই অক্সফোর্ড আর অ্যামাজনে!

পূর্বকোণ ডেস্ক

১৫ আগস্ট, ২০২০ | ১২:১৪ পূর্বাহ্ণ

বিশ্বের নামজাদা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড আর শীর্ষস্থানীয় অনলাইন শপ অ্যামাজন-এ স্থান পাচ্ছে বাংলাদেশের অভিনেত্রী স্মৃতি ফামির লেখা বই। এছাড়া বিশ্বের শতাধিক ওয়েবসাইট, বইয়ের দোকান ও নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর লাইব্রেরিতে স্থান পাচ্ছে ‘ভার্চুয়াল রিয়েলিটি’ নামের এই বইটি।
স্মৃতি ফামি জানান, বৈশ্বিক বাস্তবতায় সিনেমা নির্মাণ ও চিত্রনাট্য তৈরির বিষয়ে তিনি বইটি লিখেছেন। আর সেটি লেখার পেছনে রয়েছে ৯০ দশক থেকে ক্যামেরার সামনে কাজ করার অভিজ্ঞতা আর এই বিষয়ে ১৬ বছরের উচ্চতর শিক্ষাজীবন।
বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী জনপ্রিয় এই টিভি মুখ পুরো বইটি লিখেছেন সেলফ কোয়ারেন্টিনে থেকে। বললেন, ‘টানা ১০০ দিন লেগেছে বইটি লেখা শুরু ও শেষ করতে। লকডাউনে না পড়লে হয়তো এত দ্রুত শেষ করা যেতো না। নিজের অভিজ্ঞতা আর পড়াশোনা মিলিয়ে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এমন একটি বই লেখার। যা মিডিয়া কর্মীদের কাজে আসবে। অবশেষে সেটি করতে পেরে খুব আরাম বোধ করছি। নিজেকে হালকা লাগছে।’
বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে ১০ অক্টোবর, তারই জন্মদিনে। এরমধ্যে তৈরি হয়েছে প্রচ্ছদ, চলছে ছাপাখানার কাজ। বইটি প্রকাশের বিষয়ে এরমধ্যেই কথা চূড়ান্ত হয়েছে অ্যামাজন ডটকম-সহ ওয়াটারস্টোনস, ফয়েলস, ব্ল্যাকওয়েলস, ব্যারনস, নোবেল ইত্যাদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে।
স্মৃতি ফামি লন্ডন থেকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লন্ডনের অক্সফোর্ড আর আন্তর্জাতিক ওয়েবসাইটেই বইটি স্থান পাচ্ছে, তা কিন্তু নয়। এটি স্থান পাবে ক্যামব্রিজ আর ওয়েলস ইউনিভার্সিটির লাইব্রেরিতেও। এসব বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া ক্লাসের রেফারেন্স বই হিসেবে ব্যবহার হবে। মূলত এটাই আমার ইচ্ছা ছিল, বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে আমার বই পড়ানো হবে। এবং শিক্ষার্থীরা সেই বই পড়ে সিনেমা বিষয়ক ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কিছু হলেও শিখতে পারবে।’
এদিকে লন্ডনের লকডাউনের সময়টাতে লেখক হিসেবে নিজেকে শতভাগ সঁপে দিলেও তার মন উচাটন হয়ে আছে দেশে ফেরার। মানে শুটিংয়ে ফিরতে চান আবারও। কারণ, গেল ঈদে আরটিভিতে প্রচার হওয়া ‘অন্তঃঋণ’ নাটক থেকে দারুণ সাড়া পেয়েছেন দর্শক-সমালোচকদের পক্ষ থেকে।

স্মৃতি বলেন, ‘নাটকটি করে দারুণ সাড়া পাচ্ছি এখনও। সহকর্মী থেকে শুরু করে অনেক অচেনা মানুষের শুভেচ্ছা পাচ্ছি। সবার কাছে কাজটি ভালো লেগেছে, এটাই আমার বড় পাওয়া। আমি দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলাম। এখনও দর্শকরা আমাকে মনে রেখেছেন, এটাই ভালো লাগার বিষয়।’
লম্বা বিরতির পর এক নাটকেই বাজিমাত করলেন স্মৃতি, তা কিন্তু নয়। তারও কিছু আগে বাংলাদেশের প্রধান তারকা সাকিব আল হাসানের সঙ্গে একটি বিজ্ঞাপনে মডেল হয়ে স্মৃতিকাতর করেছেন টিভি দর্শকদের। এই কাতরতা ৯০ দশকের টিভিমুখ স্মৃতি ফামিকে ফিরে পাওয়ার মুগ্ধতায়। তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট