চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বেস্ট ন্যারেটিভ ফিল্ম পুরস্কার ‘মায়া: দ্য লস্ট মাদার’
বেস্ট ন্যারেটিভ ফিল্ম পুরস্কার ‘মায়া: দ্য লস্ট মাদার’

বেস্ট ন্যারেটিভ ফিল্ম পুরস্কার ‘মায়া: দ্য লস্ট মাদার’

অনলাইন ডেস্ক

১৯ জুলাই, ২০২০ | ৩:৪৭ অপরাহ্ণ

মাসুদ পথিক পরিচালিত ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমাটি টোগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যালে বেস্ট ন্যারেটিভ ফিল্মের পুরস্কার পেয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ফিল্ট ফ্যাস্টিভ্যালটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ এবং শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ‘ওমেন’ চিত্রকর্ম অবলম্বনে নির্মিত ‘মায়া: দ্য লস্ট মাদার’ একটি আলোচিত সিনেমা। ইতোমধ্যে সিনেমাটি ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’, নাসিকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দিল্লি, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ ১৫টি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে।

মায়া দ্য লস্ট মাদার সিনেমায় অভিনয় করেন জ্যোতিকা জ্যোতি, প্রান রায়, মুমতাজ সরকার ( কলকাতা) দেবাশিস কায়সার, নাজমা আকতার, নারগিস আকতার, ঝুনা চৌধুরী।
আর ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই সিনেমাটিতে গান করেছেন- ইমন চৌধুরী, বেলাল খান, কোনাল, ঐশী, পুজা ও মমতাজ।

চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট পরিচালকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের সত্য গল্প নিয়ে এই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হয়েছে বাংলাদেশে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট