চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অশ্লীলতার দায়ে সরিয়ে নেয়া হল দুই ওয়েব সিরিজ
অশ্লীলতার দায়ে সরিয়ে নেয়া হল দুই ওয়েব সিরিজ

অশ্লীলতার দায়ে সরিয়ে নেয়া হল দুই ওয়েব সিরিজ

অনলাইন ডেস্ক

২৫ জুন, ২০২০ | ১২:২১ অপরাহ্ণ

তিনটি ওয়েব সিরিজের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠায় ভিডিও স্ট্রিমিং সাইট ‘ব্রিঞ্জ এপ’ থেকে সরিয়ে ফেলা হলো দুইটি ওয়েব সিরিজ। আরেকটির বিতর্কিত দৃশ্য বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল লিমিটেড। ওয়েব সিরিজ তিনটি হল: বুমেরাং,সদরঘাটের টাইগার ও আগস্ট ১৪।

নূর ঈ তাজরিয়ান খান বলেন, ‘আমরা পুরো বাণিজ্যিক কার্যক্রম এখনো শুরু করিনি। দেখছিলাম, দর্শকেরা কেমন প্রতিক্রিয়া দেয়। কিন্তু সেটি পাইরেসি হয়ে ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। পাইরেসির ফলে সর্বস্তরের দর্শকদের কাছে এটি চলে যায়। তবে এর মধ্যে পাইরেসি হয়ে ইউটিউব থেকে ছড়িয়ে পড়া তিনটি সিরিজই বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ঈদে ভিডিও স্ট্রিমিং সাইট ‘বিঞ্জ’ থেকে প্রকাশ হয় ওয়াহিদ তারিকের ‘বুমেরাং’, সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’ ও শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’। প্রকাশের পরপরই এই তিনটি ওয়েব সিরিজের বিরুদ্ধে ‘অশ্লীলতার’ অভিযোগ উঠে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট