চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সব ধসে পড়বে, আল মাহমুদের কবিতা ছাড়া : আসাদ চৌধুরী

২৮ এপ্রিল, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

সবকিছু ছাপিয়ে আল মাহমুদ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন কবি। অনেক কিছুই ধসে পড়ছে, সবকিছুই ধসে পড়বে আল মাহমুদের কবিতা ছাড়া।
গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে আল মাহমুদ, আল মাহমুদের চট্টগ্রাম, চট্টগ্রামের আল মাহমুদ শীর্ষক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বর্তমান বাংলাদেশের অন্যতম প্রধান কবি আসাদ চৌধুরী। তিনি আরো বলেন, আল মাহমুদ বাংলা কবিতায় যে উপমা ব্যবহার করেছেন তা একেবারেই বাঙালি কৃষিভিত্তিক সমাজের আপন শব্দ। তিনি তার কবিতায় নারী এনেছেন কিন্তু তারা অন্যান্য কবিদের সোনালী চুলের নায়িকাদের মত না। তাঁরা নুব্জ্যপিঠ বাঙালি কিষাণী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ড. ফজলুল হক তুহিন। তাঁর বক্তৃতায় উঠে এসেছে আল মাহমুদের কবিতার এবং সামগ্রিক লেখালেখির একাডেমিক পর্যালোচনা। তিনি বলেন, আল মাহমুদের আত্মজৈবনিক লেখা ‘যেভাবে বেড়ে উঠি বিশ^সাহিত্যের ভা-ারে’ অমর সংযোজন। তৌহিদুল ইসলাম জিসান ও আবদুস সামাদ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা সাইয়েদ আবু নোমান, কবি নিজামুদ্দিন, কবি কমরুদ্দিন আহমদ, আবৃত্তি ব্যক্তিত্ব ক্বণন সভাপতি মোস্তাক খন্দকার, ড. আহমেদ মওলা, হোসেন শহীদ, কবি মাঈন উদ্দিন জাহেদ, মোহাম্মদ জাফর উল্লাহ, শিল্পী মোহাম্মদ তোয়াহা, কবি মুস্তাফা মনিরুদ্দিন , আবু সাঈদ হান্নান ও মাহফুজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আল মাহমুদের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য পত্রিকা নোঙর এর প্রকাশক সাংস্কৃতিক সংগঠক আমীরুল ইসলাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট