চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেশে ফেরার অপেক্ষায় এন্ড্রু কিশোর

১২ মে, ২০২০ | ২:৫৯ পূর্বাহ্ণ

দীর্ঘ ৮ মাস ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত তিনি। ইতোমধ্যে তার চিকিৎসার ৯৫ শতাংশ শেষ হয়েছে। গত ৮ মাসে ছয় ধাপে ২৪টি কেমোথেলাপি নিতে হয়েছে তাকে। যার ফলে বর্তমানে বেশ সুস্থ কিংবদন্তি এই গায়ক। গণমাধ্যমকে এসব কথা জানান সংগীতশিল্পী মোমিন বিশ্বাস। তিনি এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। মোমিন বলেন, ‘কিশোর দাদা আল্লাহর রহমতে এখন বেশ ভালো আছেন। তার ৯৫ শতাংশ চিকিৎসা শেষ হয়েছে। আর কেমোথেরাপি লাগবে না। এখন
চিকিৎসকদের ফলোআপে আছেন। লকডাউন তুলে দিলেই তিনি দেশে ফিরতে চান।’
গত ৯ সেপ্টেম্বরে ক্যানসারের চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ১০ লাখ টাকা অনুদান দেন। কিন্তু চিকিৎসা শুরুর পর জানা যায়, এন্ড্রু কিশোরকে ছয় ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দিতে হবে, যার প্রতিটির খরচ ৯ লাখ টাকা। সব মিলিয়ে শিল্পীর চিকিৎসা ব্যয় দাঁড়ায় দুই কোটি টাকারও বেশি।

শেয়ার করুন