চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মোশাররফ’র ‘আহা জীবন’

১২ মে, ২০২০ | ২:৫৯ পূর্বাহ্ণ

মোশাররফ করিম পেশায় একজন দিনমজুর। অজপাড়া গাঁয়ে ধান কেটে যে টাকা পান তা দিয়েই সংসার চলে। একদিন উন্নত জীবনের আশায় ঢাকা চলে আসে সে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! একদিন শ্রমিক আন্দোলনের মিছিলে যাওয়ার কাজ পান তিনি। এতে পারিশ্রমিক পাবেন ৬০০ টাকা। মিছিলে গেলেও টাকা নিয়ে ঘরে ফিরতে পারেন না। মিছিলেই নিহত হন। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আহা জীবন’ নামে একক নাটক। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আজাদ কালাম। গত বছরের শেষের দিকে নাটকটির শুটিং শেষ হয়। এতে বেশ কয়েকটি মেসেজ রয়েছে। আগামী ঈদুল ফিতরে নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানান এর পরিচালক।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট