চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

একশ শিল্পী এক মিউজিক ভিডিওতে

১৪ মার্চ, ২০২০ | ১:৫৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী (১৭ মার্চ) উদযাপন উপলক্ষে ভিন্ন মাত্রার একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছে সাংস্কৃতিক সংগঠন ‘জেমস অব নজরুল’। ‘আত্মা অনিরুদ্ধ’ নামের এই কাজটিতে অংশ নিয়েছেন একশ জন শিল্পী। এরমধ্যে রয়েছেন ৫০ জন কণ্ঠশিল্পী, বাকিরা নৃত্যশিল্পী। বিষয়টি নিশ্চিত করেছেন এই আয়োজনের অন্যতম শিল্পী শেলু বড়ুয়া। তিনি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটি বিখ্যাত গান স্থান পেয়েছে বিশেষ এই প্রজেক্টে। একটি প্রার্থনা-সংগীত ‘জাগো অমৃত পিয়াসী’, অপরটি জাগরণী-সংগীত ‘জয় হোক সত্যের জয়’। জেমস অব নজরুল-এর এটি ১১তম প্রযোজনা। এটির পরিকল্পনা, পরিচালনা ও সম্পাদনা করেছেন নজরুল পদকপ্রাপ্ত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। বিশেষ এই মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন শাহীন সামাদ, ডালিয়া নওশিন, সাদিয়া আফরিন মল্লিক, ফাতেমা-তুজ-জোহরা, খায়রুল আনাম শাকিল, সুমন চৌধুরী, শেলু বডুয়া, জোসেফ কমল রড্রিক্স, ইয়াসমিন মুশতারী, করিম হাসান, নাসিমা শাহিন, আফসানা রুনা, তানজিনা করিম স্বরলিপি, শাহিদ কবির পলাশসহ আরও ৩৬ জন কণ্ঠশিল্পী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট